রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

নেপালে নিহত বিক্ষোভকারীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০২:১০ পিএম

নেপালে নিহত বিক্ষোভকারীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা

ছবি - সংগৃহীত

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন সুশীলা কার্কি। রোববার দায়িত্ব শুরু করার আগে তিনি লৈনচাউরে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান এবং এরপর জেন-জি বিক্ষোভের সময় নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার একটি প্রস্তাবে সই করেছেন। খবরটি নিশ্চিত করেছে দ্য হিমালয়ান টাইমস।

অন্তর্বর্তী সরকার নিহতদের শহীদ হিসেবেও ঘোষণা করেছে। এছাড়া, বিক্ষোভে আহত ১৩৪ জন বিক্ষোভকারী এবং ৫৭ জন আহত পুলিশ সদস্যের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিক্ষোভের সময় ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রতিবেদন তৈরির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বিক্ষোভের ক্ষয়ক্ষতি: বিক্ষোভে নিহতের সংখ্যা ৭২ জনে পৌঁছেছে, যার মধ্যে ৫৯ জন বিক্ষোভকারী, ১০ জন কারাবন্দি এবং তিনজন পুলিশ সদস্য রয়েছেন।

প্রেসিডেন্টের আহ্বান: নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল আগামী নির্বাচন সফল করতে সব রাজনৈতিক দল ও নাগরিকদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই নির্বাচন দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার একটি সুযোগ। আগামী বছরের ৫ মার্চ নির্বাচন হওয়ার কথা রয়েছে।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, দেশের সাম্প্রতিক অস্থিরতা সত্ত্বেও, ‘সংবিধান, সংসদীয় ব্যবস্থা এবং ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্র সংরক্ষিত হয়েছে।’ তিনি সকল পক্ষকে এই কষ্টার্জিত সুযোগটি বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহারের আহ্বান জানান।