সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০১:১৩ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ (জিতু) নির্বাচিত হয়েছেন। তবে সাধারণ সম্পাদক (জিএস) পদে জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম।
গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান এই ফলাফল ঘোষণা করেন।
জাকসুর মোট ২৫টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ২০টি পদে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা। বাকি পদগুলোতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র ও অন্যান্য প্যানেলের প্রার্থীরা।
অন্যান্য জয়ী প্রার্থীরা:
-
ভিপি (সহ-সভাপতি): 'গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের' আহ্বায়ক আব্দুর রশিদ (জিতু) তিন হাজার ৩৩৪ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের আরিফ উল্লাহ পেয়েছেন ২,৩৯২ ভোট।
-
অন্যান্য: এছাড়া, দুটি করে পদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)-সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের প্যানেলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ভিপি পদে বাগছাসের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান (উজ্জ্বল) পেয়েছেন ১,২১১ ভোট। নির্বাচনে অংশ নিলেও কোনো পদে জয় পাননি ছাত্রদল ও বামপন্থি প্রার্থীরা।