সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১২:২৫ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার সকালে উপাচার্যের কার্যালয়ের সংলগ্ন লাউঞ্জে ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। এই সভার মধ্য দিয়েই নতুন কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। এতে নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম, জিএস এসএম ফরহাদ এবং এজিএস মহিউদ্দিন খান সহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভিপি ও জিএসের বক্তব্য:
সভা শেষে ভিপি সাদিক কায়েম বলেন, এই নির্বাচনে কেউ হারেনি। এটি শহীদদের আকাঙ্ক্ষা এবং জুলাই প্রজন্মের বিজয়। তিনি জানান, শিক্ষার্থীরা তাদের যেকোনো সমস্যা ডাকসুকে জানাতে পারবে এবং সেই মতামতের ভিত্তিতে মাসিক কর্মপরিকল্পনা তৈরি করা হবে।
জিএস এসএম ফরহাদ বলেন, তারা সবার প্রতিনিধি হয়ে কাজ করতে চান। শিক্ষার্থীদের দাবি ও সমস্যাগুলো তুলে ধরার ব্যাপারে সবাই একমত হয়েছেন। তিনি জানান, নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে থেকে পাঁচজনকে বিশ্ববিদ্যালয়ের সিনেটে পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে এবং এ সংক্রান্ত সিদ্ধান্ত গেজেট আকারে প্রকাশ করা হবে। একইসাথে ডাকসুর কোষাধ্যক্ষ পদেও সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
সভায় নবনির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে গঠনমূলক নীতিমালা প্রণয়ন এবং স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরির অঙ্গীকার করেন। সভার শুরুতে উপাচার্য নির্বাচিত প্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে মোট ২৮টি পদের মধ্যে ২৩টিতেই ইসলামী ছাত্রশিবির সমর্থিত 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট' প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেন।