রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

আনুষ্ঠানিকভাবে শুরু হলো ডাকসুর নতুন কমিটির কার্যক্রম

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১১:৫২ এএম

আনুষ্ঠানিকভাবে শুরু হলো ডাকসুর নতুন কমিটির কার্যক্রম

ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপাচার্যের দপ্তরসংলগ্ন লাউঞ্জে এই বৈঠক বসে। এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হলো ডাকসুর নতুন কমিটির কার্যক্রম।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পদাধিকারবলে ডাকসুর সভাপতি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। এতে উপস্থিত ছিলেন ডাকসুর নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মুহা. মহিউদ্দীন খান এবং কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা।

গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে মোট ২৮টি পদে ভোটগ্রহণ হয়েছিল। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সহ মোট ২৩টি পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট'-এর প্রার্থীরা বিজয়ী হন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সভার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে শনিবার প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানিয়েছিলেন, নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব গ্রহণের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং দ্রুতই তারিখ নির্ধারণ করা হবে। এবারের নির্বাচনের পর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী ডাকসুর কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন।