সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০১:৪০ পিএম
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে দলটি। রোববার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, এই সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে এমন কর্মসূচি দেওয়া হবে, যা সরকার আর থামাতে পারবে না।
রাশেদ খাঁন বলেন, ১৭ দিন ধরে নুরুল হক নূর হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। আজ তিনি হাসপাতাল থেকে ছাড়া পেতে চেয়েছিলেন। কিন্তু ডাক্তাররা জানিয়েছেন, তার নাকের ও চোয়ালের হাড় ভাঙা এবং মাথায় আঘাত রয়েছে। তাই এখনই তার ছাড়া পাওয়ার সময় হয়নি।
রাশেদ খাঁন আরও বলেন, তারা এখন কী ধরনের কর্মসূচি দেবেন, তা এখনই ঘোষণা করছেন না। তবে ৪৮ ঘণ্টা পর যদি গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা সচিবালয় কিংবা যমুনা ঘেরাও করে, তার দায় পুরোপুরি সরকারের ওপর বর্তাবে।