সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৩:১৫ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করা প্রার্থী ফারিয়া মতিন ইলা ভোটের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি দাবি করেছেন, হলগুলোতে প্রাপ্ত ভোট গণনা করে তার মোট ভোট ২১৬১ হলেও চূড়ান্ত ফলাফলে তা ২১৪৭ দেখানো হয়েছে। এই গরমিল নিয়ে তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
ইলা তার ফেসবুক পোস্টে লিখেছেন, "আমি ফারিয়া মতিন ইলা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করি। কেন্দ্রে এবং সর্বমোট ভোট দেখায় ২১৪৭। কিন্তু সবগুলো হলের ভোট সংখ্যা গণনার পর যা দাঁড়ায় তা ২১৬১। তাহলে এই যে ২১৬১ থেকে ২১৪৭ হয়ে যাওয়ার যে বিষয়টা, সেইটার মানে কী? এবং কীভাবে অ্যাডজাস্ট হইলো এই ভোটটা? এখনও গলা ফাটাইয়া বলবেন ডাকসুর ফলাফল সুষ্ঠু হইসে?"
ইলা তার পোস্টে বিভিন্ন হল থেকে পাওয়া ভোটের তালিকাও তুলে ধরেছেন, যা তার অভিযোগকে সমর্থন করে। এই অভিযোগের পর ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।