সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১২:৫৬ পিএম
জুলাই সনদের আইনিভিত্তি নিশ্চিত করা এবং সে অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ কয়েকটি ইসলামী ও সমমনা দল যুগপৎ আন্দোলনে নামছে। এরই অংশ হিসেবে আজ রোববার থেকে বাংলাদেশ খেলাফত মজলিস কর্মসূচি ঘোষণা করবে। অন্যান্য দল আগামীকাল সোমবার আলাদা সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের কর্মসূচি ঘোষণা করবে বলে জানা গেছে।
বাংলাদেশ খেলাফত মজলিস গতকাল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সমমনা আট দলের ঘোষিত যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি দল পৃথকভাবে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করবে। এরই ধারাবাহিকতায় আজ (রোববার) সকাল ১১টায় রাজধানীর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে দলটির আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক চার দফা দাবি আদায়ে যুগপৎ কর্মসূচি ঘোষণা করবেন। তাদের দাবিগুলো হলো:
১. অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ২. জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধকরণ ৩. আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি বাস্তবায়ন ৪. একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি
অন্যান্য দলের অবস্থান:
-
জামায়াতে ইসলামী: দলটির পক্ষ থেকেও আগামীকাল সোমবার কর্মসূচি দেওয়া হবে বলে জানা গেছে। এ বিষয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করা হবে।
-
ইসলামী আন্দোলন: দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী মৌলিক সংস্কার ও জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে নির্বাচন আয়োজনের চেষ্টা হচ্ছে। তিনি স্বৈরাচারবিরোধী সব শক্তির সমন্বয়ে যুগপৎ আন্দোলন গড়ে তোলার কথা বলেন এবং সোমবার কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান।
-
খেলাফত মজলিস: যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল বলেন, সোমবার তাদের সংবাদ সম্মেলন হবে এবং সেখান থেকে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি ও উচ্চকক্ষে পিআর পদ্ধতি চালুর দাবিতে কর্মসূচি দেওয়া হবে।
-
নেজামে ইসলাম পার্টি: দলটির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার জানান, সোমবার তাদের প্রেস ব্রিফিং হবে এবং দলীয় অবস্থান থেকে জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যা ও দুর্নীতিবাজদের বিচার এবং জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে কর্মসূচি দেওয়া হবে।
যুগপৎ আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি যারা:
-
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানিয়েছেন, চার দাবিতে আট দলের যুগপৎ কর্মসূচির খবরটি বিভ্রান্তিকর। এনসিপি শুধু উচ্চকক্ষে পিআর বিষয়ে একমত এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবির সঙ্গে অন্য দলগুলোর অনানুষ্ঠানিক আলোচনায় আছে।
-
আমার বাংলাদেশ (এবি) পার্টি: দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল ও অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা জানান, যুগপৎ কর্মসূচি বা কোনো জোটের বিষয়ে তাদের কোনো সিদ্ধান্ত হয়নি।
-
গণঅধিকার পরিষদ: দলটির উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ বলেন, যুগপৎ কর্মসূচির বিষয়ে আলাপ হলেও একসঙ্গে কর্মসূচি দেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।