সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০১:২৩ পিএম
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবারও ভারতে যাচ্ছে বাংলাদেশের ইলিশ। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, প্রতিবেশী হিসেবে এবং ভারতের বারবার অনুরোধে এবার ১২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।শনিবার (১৩ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও সদরে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, "দেশের চাহিদাকে আমরা সর্বাগ্রে গুরুত্ব দিচ্ছি। প্রতিবেশী হিসেবে ভারতের অনুরোধে কিছু ইলিশ পাঠাতে হচ্ছে। তবে এবারে চাহিদার তুলনায় অনেক কম এবং তুলনামূলক বেশি মূল্যে দেওয়া হচ্ছে।"
রপ্তানির শর্তাবলী: বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসীর সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫২৫ টাকা। গত বছর প্রথমে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হলেও, শেষ পর্যন্ত ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানি করা হয়েছিল।
ফরিদা আখতার জানান, পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, এর আগেও কম ইলিশ পাঠানো হয়েছিল এবং এবারও দাম বাড়িয়ে রাখা হয়েছে।
বিশেষ করে পশ্চিমবঙ্গে বাংলাদেশের ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে এবং দুর্গাপূজা উপলক্ষে এই চাহিদা কয়েকগুণ বেড়ে যায়।