সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৩:৩৫ পিএম
বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রখ্যাত শিল্পী কনকচাঁপা। শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে হাসপাতালে গিয়ে তিনি সংবাদকর্মীদের কাছে ফরিদা পারভীনের স্মৃতিচারণ করেন। একইসঙ্গে তিনি শিল্পীদের নিয়ে ফেসবুকে নেটিজেনদের নেতিবাচক মন্তব্য নিয়ে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।
কনকচাঁপা বলেন, ফরিদা পারভীন লালনগীতির যে জনপ্রিয়তা তৈরি করেছিলেন, তা তিনি পুরোটাই শূন্য করে নিজের সঙ্গে নিয়ে চলে গেলেন। তিনি বলেন, “ফরিদা আপা লালনের গান আধুনিকায়ন করে আমাদের কাছে উপস্থাপন করেছেন।” তিনি ফরিদা পারভীনের গাওয়া ‘এই পদ্মা এই মেঘনা’ এবং ‘তোমরা ভুলেই গেছ মল্লিকা দি’র নাম’ গানগুলোর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, "তাঁর কণ্ঠ অনবদ্য, তাঁর সুর একদম তীরের মতো সোজা অন্তরে এসে লাগে।"
কনকচাঁপা বলেন, “আমরা মাথার উপর থেকে বটবৃক্ষের মতো মানুষদের হারিয়ে খুব অসহায় হয়ে যাচ্ছি। আমি যে ভরাট একটি সংগীতাঙ্গন দেখে বড় হয়েছি, তারমধ্যে অনেক মানুষকে হারিয়ে ফেলেছি। আজকে ফরিদা আপাও চলে গেলেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি।”
এক পর্যায়ে নিজের ক্ষোভ প্রকাশ করে কনকচাঁপা বলেন, “সাধারণ মানুষ যখন একজন শিল্পী মারা যায়, তখন পাপ-পুণ্য, বেহেশত-দোজখ নিয়ে এতো কথা বলে যে সেই কমেন্টগুলো দেখলে আমরা খুব ভীত হয়ে যাই। আমাদের খুব খারাপ লাগে।” তিনি দুঃখ করে বলেন, “একজন শিল্পী মারা যাওয়ার পর তার লাশ দাফন করার আগেই তিনি দোজখের কয় নম্বরে যাবেন, সেগুলো নিয়ে কথা বলা শুরু করে মানুষ।”