রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

জুলাই সনদ বাস্তবায়নে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১১:২৯ এএম

জুলাই সনদ বাস্তবায়নে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির

ছবি - সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য না হওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। দলটি মনে করে, জুলাই সনদকে আইনি ও সাংবিধানিক ভিত্তি দিয়ে তবেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।

মতৈক্যে পৌঁছতে না পারার কারণ: জাতীয় ঐকমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দফায় দফায় আলোচনা করলেও মতৈক্যে পৌঁছাতে পারেনি। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, বিএনপি উচ্চকক্ষে অনুপাতে প্রতিনিধি নির্বাচনের বিরোধিতা করেছে, যেখানে অন্যান্য দল পিআর (অনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চায়।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, বিএনপি জুলাই সনদকে শুধুমাত্র একটি রাজনৈতিক সমঝোতা হিসেবে রাখতে চায়, যা পুরনো কাঠামো, সংবিধান ও আইন পরিবর্তন করবে না। অন্যদিকে, এনসিপি সনদের স্থায়িত্ব ও সাংবিধানিক ভিত্তির জন্য আগামী নির্বাচনকে গণপরিষদ নির্বাচন হিসেবে দেখতে চায়।

এনসিপির কঠোর অবস্থান: এনসিপি নেতারা স্পষ্ট করে বলেছেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার পাশাপাশি সংবিধানে অন্তর্ভুক্তির দাবিতে তারা অনড়। আখতার হোসেনের মতে, বিএনপির সদিচ্ছা থাকলে এখনই সনদ কার্যকর করা সম্ভব। তিনি হুঁশিয়ারি দেন যে, যদি সনদ বাস্তবায়ন না হয়, তাহলে সকল অংশীজনকে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আরিফুল ইসলাম আদীব আশা প্রকাশ করেন, বিএনপি তার রাজনৈতিক অবস্থান থেকে সরে এসে অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি সমাধানের পথ খুঁজবে।

এনসিপি নেতারা নব্বইয়ের তিন দলীয় রূপরেখা বাস্তবায়ন না হওয়ার উদাহরণ টেনে বলেন, সেই ভুলের পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য জুলাই সনদ বাস্তবায়ন জরুরি।