সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১১:৩৯ এএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণার সময় সিনেট হল 'মুজিববাদ মুর্দাবাদ' স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এই সময় প্রোভিসি অধ্যাপক ড. সোহেল আহমেদকে মাইক্রোফোন হাতে কিছুক্ষণ চুপ থাকতে দেখা যায়।
শনিবার বিকেলে সিনেট হলে যখন ফলাফল ঘোষণা চলছিল, তখন শিক্ষার্থী, শিক্ষক ও গণমাধ্যমকর্মীর উপস্থিতিতে এমন পরিস্থিতি তৈরি হয়। এর আগে প্রার্থীরা এবং সাধারণ শিক্ষার্থীরা 'শেখ হাসিনার বিচার' ও 'ফ্রি প্যালেস্টাইন' স্লোগানও দেন। ফলাফল ঘোষণার পূর্বে শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার চেয়েও স্লোগান দেওয়া হয়।
উল্লেখ্য, জাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু ভিপি পদে জয় লাভ করেছেন। অন্যদিকে, জিএস পদে মাজহারুল ইসলাম এবং এজিএস পদে আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হন, যারা দুজনই শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী।
ভিপি পদে পরাজিত হলেও শিবির সমর্থিত প্যানেলটি ১৯টি সম্পাদকীয় পদের মধ্যে ১৫টিতে এবং ৬টি কার্যকরী সদস্য পদের মধ্যে ৫টিতে জয় পেয়েছেন।