শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

ইসরায়েলকে গণহত্যার অভিযোগের হুমকি দিয়েছে স্পেন : নেতানিয়াহু

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৩:১৬ পিএম

ইসরায়েলকে গণহত্যার অভিযোগের হুমকি দিয়েছে স্পেন : নেতানিয়াহু

ছবি - সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের বিরুদ্ধে ইসরায়েলের উপর 'গণহত্যার ট্যাগ' লাগানোর চেষ্টার অভিযোগ এনেছেন। এই অভিযোগের পর মাদ্রিদে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে, যা দীর্ঘ কয়েক মাস ধরে চলা ইসরায়েল ও স্পেনের উত্তেজনার অংশ।

স্পেনের সমাজতান্ত্রিক নেতা সানচেজ গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের একজন কড়া সমালোচক। গত বছরের মে মাসে তিনি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেন এবং গাজার পরিস্থিতিকে 'গণহত্যা' হিসেবে উল্লেখ করা ইউরোপের প্রথম জ্যেষ্ঠ নেতা।

নেতানিয়াহুর অভিযোগের পর স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোব্লেস বলেন, 'নেতানিয়াহু গাজায় যে নৃশংসতা চালাচ্ছেন, এর মধ্যে থেকে তিনি অন্যদের উপদেশ দেওয়ার যোগ্য নন।' নেতানিয়াহুর দপ্তর থেকে দেওয়া একটি এক্স (সাবেক টুইটার) পোস্টে সানচেজের বক্তব্যকে ইসরায়েলের প্রতি হুমকি হিসেবে দেখানোর প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।

সোমবার স্পেনের প্রধানমন্ত্রী গাজায় 'গণহত্যা বন্ধ করতে' ইসরায়েলে অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা, ইসরায়েলি সেনাদের জ্বালানি বহনকারী নৌযানে নিষেধাজ্ঞা এবং অবৈধ বসতি থেকে আমদানিতে সীমাবদ্ধতাসহ একাধিক পদক্ষেপের ঘোষণা দেন। তিনি তার ভাষণে বলেন, 'স্পেনের পারমাণবিক বোমা বা বিমানবাহী রণতরি নেই, কিন্তু আমরা চেষ্টা বন্ধ করব না।' এর জবাবে নেতানিয়াহুর দপ্তর থেকে পাল্টা বিবৃতিতে বলা হয়, এটি 'বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট গণহত্যামূলক হুমকি।'

এর কয়েক ঘণ্টা পর স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতানিয়াহুর অভিযোগকে 'মিথ্যা ও মানহানিকর' বলে নিন্দা জানায়। তারা বিবৃতিতে বলে, 'স্পেনের জনগণ যেমন ইসরায়েলি জনগণের বন্ধু, তেমনি ফিলিস্তিনি জনগণেরও বন্ধু।' এই বিরোধের কারণে ইসরায়েলের এখন স্পেনে কোনো রাষ্ট্রদূত নেই এবং স্পেনও ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সাআর স্পেনের বিরুদ্ধে 'ইসরায়েলি ও ইহুদিবিদ্বেষী প্রচারণা' চালানোর অভিযোগ করার পর এই পদক্ষেপ নেওয়া হয়।