সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৩:২৮ পিএম
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার মধ্যে ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দুপুর পর্যন্ত এই অঞ্চলে কোনো বৃষ্টিপাত না হলেও, আগামী ৬ ঘণ্টার মধ্যে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।
আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং সন্ধ্যার দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাত হলেও দিনের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এছাড়াও, দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দুপুর ১২টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, এবং আদ্রতা ছিল ৬৪ শতাংশ।
আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।