সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৪:২৫ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে, জাকসু নির্বাচনের কারণে আগামী রোববার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস এবং অফিস বন্ধ থাকবে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে, জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ এবং ফলাফল গণনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা টানা চার দিন ধরে চলছে। যদিও শনিবার সন্ধ্যায় ফলাফল প্রকাশের আশা করা হচ্ছে, তারপরও শিক্ষার্থীদের সুবিধার্থে এই ছুটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ের সব অফিস ও ক্লাস আবার শুরু হবে। তবে চূড়ান্ত পরীক্ষাগুলো আপাতত স্থগিত থাকবে। এর পাশাপাশি, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা রোববার যথারীতি অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত দপ্তরগুলো খোলা থাকবে এবং এই কাজে নিয়োজিত শিক্ষক-কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।