শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২
জাকসু নির্বাচনে ৪ হলে ভিপি

জাকসু নির্বাচনে ৪ হলে ভিপি ও জিএস হলেন যারা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৬:২৫ পিএম

জাকসু নির্বাচনে ৪ হলে ভিপি ও জিএস হলেন যারা

ছবি - সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার পর এই ফলাফল ঘোষণা শুরু হয়। জাকসু নির্বাচনে মোট ভোটার ছিল ১১ হাজার ৭৪৩ জন এবং প্রায় ৬৮ শতাংশ ভোট পড়েছে।

প্রাথমিকভাবে চারটি হলের নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট (ভিপি) এবং জেনারেল সেক্রেটারি (জিএস)-দের পরিচয় জানা গেছে।

১. আলবেরুনী হল:

  • ভিপি: বুবলী আহমেদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)

  • জিএস: সুমাইয়া খানম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)

২. শহীদ জাহানারা ইমাম হল:

  • ভিপি: মাহফুজা খাতুন

  • জিএস: রিজওয়ানা বুশরা

  • এই হল সংসদে এজিএস পদে লামিয়া জান্নাত ও সাদিয়া খাতুন সমান ভোট পাওয়ায় তারা ছয় মাস করে দায়িত্ব পালন করবেন।

৩. ১০ নম্বর ছাত্র হল (আগের মুজিব হল):

  • ভিপি: মো. আসিফ মিয়া

  • জিএস: মো. মেহেদি হাসান

৪. ১৫ নম্বর ছাত্রী হল (আগের শেখ হাসিনা হল):

  • ভিপি: মোছা. শারমীন খাতুন

  • জিএস: মির্জা মুনিয়া হোসেন

এবারের জাকসু নির্বাচনে মোট ১৭৭ জন প্রার্থী জাকসুর ২৫টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন।