সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৬:৪৯ পিএম
পবিত্র রবিউল আওয়াল মাস উপলক্ষে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক ইসলামী বইমেলা-২০২৫। অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রাঙ্গণে এই মাসব্যাপী মেলার উদ্বোধন করেন।
এবারের মেলায় দেশি-বিদেশি প্রায় শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মোট ১৪০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে, এবং প্রথমবারের মতো মেলার পরিসর বাইতুল মোকাররমের পূর্ব গেট থেকে দৈনিক বাংলার প্রধান সড়ক পর্যন্ত বিস্তৃত করা হয়েছে।
মেলায় পাঠক-দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ সুবিধা, যেমন— শিশুচত্বর, মিডিয়া কর্নার, নারীদের জন্য আলাদা বসার স্থান, লিটল ম্যাগাজিন কর্নার, লেখক কর্নার এবং চা-কফি ও ফুড কর্নার। এছাড়াও, একটি বিশাল মঞ্চে লেখক-প্রকাশক-পাঠক মিলনমেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খান, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, এবং বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ডক্টর উমর ফাহমী উপস্থিত ছিলেন।
নব্বইয়ের দশকের শেষ দিকে ছোট পরিসরে এই মেলার যাত্রা শুরু হলেও এখন এটি দেশের সবচেয়ে বড় ইসলামী বইমেলায় পরিণত হয়েছে। এবারের আয়োজনকে ঘিরে লেখক, পাঠক এবং প্রকাশকদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।