সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৬:০২ পিএম
গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় সরকারের কঠোর পদক্ষেপ না নেওয়ায় তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন যে, সরকার ও উপদেষ্টা পরিষদের ভিতরেই মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার জন্য একটি মৌন সম্মতি তৈরি করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “গণঅভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে। এর আগে আমেরিকাতেও হামলা ও অপদস্থ করার চেষ্টা করা হয়েছে। বারবার মাহফুজ আলমের ওপর আওয়ামী ফ্যাসিস্টদের হামলা, কারণ মাহফুজ আলমই টার্গেট। পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হবো।”
তিনি আরও বলেন, “মাহফুজ আলমের ওপর হামলার মৌন সম্মতি যারা তৈরি করছে, তারাও ভুগবে। ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদ বিরোধিতার নামে প্রতিশোধের রাজনীতি শুরু হয়েছে, যা অনিবার্যভাবে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে।”
নাহিদ ইসলাম অভিযোগ করেন যে, মাহফুজ আলমের ওপর হামলার কোনো ঘটনাতেই অন্তর্বর্তী সরকার কোনো শক্ত পদক্ষেপ নেয়নি। কোনো উপদেষ্টা বা প্রেস সচিবও মন্তব্য করেননি। তিনি মনে করেন, এই সরকার এবং উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছা ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। তিনি সতর্ক করে বলেন, “আমরা এগুলো মনে রাখছি। রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে।”