সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৪:০৪ পিএম
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মন্তব্য করেছেন যে মৌলবাদীরা নিজেদের বেহেশতে যাবে কিনা তা না জেনেই অন্যদের কাছে বেহেশতের টিকেট বিক্রি করছে। তিনি বলেন, “তাদের সঙ্গে থাকলে আপনি বেহেশতে যাবেন, না থাকলে দোজখে যাবেন। অথচ নিজেরা বেহেশতে যাবে কিনা, সেটা তারা জানে না।” শনিবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে হিউম্যান রিসার্চ অ্যান্ড এনালাইসিস ফাউন্ডেশন (হিউরাফ) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় রাজনৈতিক নেতাদের প্রতি নিঃস্বার্থভাবে গণতন্ত্র উপহার দেওয়ার এবং নিজেদের ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করার আহ্বান জানান। তিনি বলেন, যদি ফ্যাসিবাদ ও মৌলবাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হয়, তাহলে জনগণের জন্য রাজনীতি করতে হবে, কেবল এমপি-মন্ত্রী হওয়ার জন্য পাগল হওয়া চলবে না। তিনি বলেন, বর্তমানে রাজনীতিতে ‘মুসল্লির চেয়ে ইমাম বেশি’, এবং জুলাই বিপ্লবের পর নেতাকর্মীদের মধ্যে ব্যক্তিগত স্বার্থ হাসিলের প্রবণতা বেড়েছে।
অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে প্রশ্ন তুলে গয়েশ্বর রায় বলেন, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৯০ দিন হলেও অন্তর্বর্তী সরকারের মেয়াদ অনন্তকাল। তিনি বলেন, এই সরকার সংস্কারের নামে অনেক কুসংস্কার করছে এবং বিদেশ থেকে আনা তথাকথিত 'বুদ্ধিমান' লোকদের কারণে পরিস্থিতি আরও জটিল হচ্ছে।
গয়েশ্বর রায় দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, "আমরা ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি, কিন্তু এখন গণতান্ত্রিক মূল্যবোধ থেকে সাম্প্রদায়িক উগ্র-উন্মাদনার সৃষ্টি শুরু হয়েছে।" তিনি সাম্প্রদায়িকতাকে ফ্যাসিবাদের চেয়ে দ্বিগুণ কঠিন ও জনবিরোধী বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, ধর্মের সঙ্গে রাষ্ট্রব্যবস্থার কোনো সাংঘর্ষিক সম্পর্ক নেই, কিন্তু অপব্যাখ্যার কারণে মানুষ ন্যায়ের কথা বলতে পারে না। কিছু দল ট্র্যাভেল এজেন্সির মতো বেহেশতের টিকেট বিক্রি করছে বলে তিনি অভিযোগ করেন।