সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৫:৩৭ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের দীর্ঘ প্রতীক্ষিত ফলাফল ঘোষণার ঠিক আগে সিনেট হল প্রাঙ্গণ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শেখ হাসিনার বিচার এবং 'ফ্রি ফ্রি প্যালেস্টাইন' স্লোগান দিতে শুরু করেন। এসময় তারা শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচারও দাবি করেন।
শিক্ষার্থীদের স্লোগানে চারপাশ উত্তাল হয়ে উঠলে কিছুক্ষণের মধ্যে জাকসু নির্বাচনের ভোটের ফলাফল ঘোষণা শুরু হয়। উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ সিনেট হলে ফলাফল ঘোষণা করতে আসেন।
উল্লেখ্য, ৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ হলেও নানা জটিলতায় ফল ঘোষণা বিলম্বিত হয়। এই বিলম্বের কারণে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।