সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৫:৫৪ পিএম
লিওনেল মেসির ভক্তদের জন্য সুখবর! ইনজুরি কাটিয়ে আবারও মাঠে ফেরার জন্য পুরোপুরি ফিট তিনি। আর্জেন্টিনার হয়ে সর্বশেষ ম্যাচে তাকে মাঠে দেখা যায়নি, কারণ হালকা ইনজুরির কারণে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। কিন্তু এখন তিনি পুরোপুরি সুস্থ এবং আবারও খেলার জন্য প্রস্তুত।
সাম্প্রতিক সময়ে মেসিকে ইনজুরি বেশ ভুগিয়েছে। এক ম্যাচ খেললে পরদিন তাকে মাঠের বাইরে থাকতে হয়। এমনকি যখন তিনি খেলেন, তখনও তাকে শতভাগ স্বাচ্ছন্দ্যে মনে হয় না। তবে এক সপ্তাহ বিশ্রামের পর বিশ্বকাপজয়ী এই ফুটবলার ইন্টার মিয়ামির হয়ে অনুশীলনে ফিরেছেন। কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো জানিয়েছেন, রবিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে এমএলএসে শারলট এফসির বিপক্ষে ম্যাচে তাকে দেখা যেতে পারে।
সংবাদ সম্মেলনে কোচ মাশ্চেরানো বলেন, “আমি এবং স্কালোনি কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। এ কারণেই ইকুয়েডর ম্যাচে মেসি খেলেননি। আমরা চেয়েছিলাম পুরো সপ্তাহটা মেসিকে বিশ্রাম দিতে। এতে তার ছোটখাটো ইনজুরিগুলো ঠিক হয়ে যাবে। অনুশীলনে মেসিকে খুব ফুরফুরে লেগেছে। মনে হচ্ছে না তার আর কোনো সমস্যা আছে। সে ম্যাচের জন্য প্রস্তুত।”
মেসির সঙ্গে এদিন লুইস সুয়ারেজও অনুশীলনে ছিলেন। তবে নিষেধাজ্ঞার কারণে তিনি ম্যাচ খেলতে পারবেন না। এ বিষয়ে মাশ্চেরানো বলেন, “সুয়ারেজ আমাদের সঙ্গে অনুশীলন করেছে। সে তার ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়েছে। তবে আমরা শাস্তি কমানোর কোনো আবেদন করিনি। আমার মনে হয় এটা নিয়ে আর কথা বলার প্রয়োজন নেই।”