শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২
নেইমারকে কঠিন শর্ত আনচেলত্তির

বিশ্বকাপে খেলতে নেইমারকে আনচেলত্তির যে কঠিন শর্ত

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১১:০৮ এএম

বিশ্বকাপে খেলতে নেইমারকে আনচেলত্তির যে কঠিন শর্ত

ছবি - সংগৃহীত

২০২৩ সালের অক্টোবর মাস থেকে জাতীয় দলের বাইরে থাকা ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমারকে (৭৯ গোল) আগামী বিশ্বকাপে দলে পেতে চান ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু এজন্য তিনি নেইমারের সামনে একটি কঠিন শর্ত দিয়েছেন। নেইমারকে প্রমাণ করতে হবে যে, তিনি শারীরিকভাবে পুরোপুরি ফিট আছেন। আনচেলত্তি মনে করেন, আধুনিক ফুটবলে শুধুমাত্র প্রতিভা যথেষ্ট নয়, শারীরিক সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ।

নেইমার ২০২৩ সালে তার বাম হাঁটুর লিগামেন্ট (এসিএল) এবং মেনিসকাস ছিঁড়ে ফেলার পর থেকেই দলের বাইরে আছেন। আনচেলত্তি জানান, বিশ্বকাপ শুরুর আগে নেইমারকে তার সেরা শারীরিক অবস্থায় ফিরে আসতে হবে। তিনি বলেন, “নেইমার কেমন খেলে, তা দেখার জন্য আমি যাচ্ছি না। সবাই তার প্রতিভা সম্পর্কে জানে। আধুনিক ফুটবলে প্রতিভার সঠিক ব্যবহার করতে হলে খেলোয়াড়কে শারীরিকভাবে ফিট থাকতে হয়। যদি সে সেরা অবস্থায় থাকে, তবে জাতীয় দলে তার কোনো সমস্যা হবে না।”

আনচেলত্তি আরও বলেন যে, তিনি নেইমারের সঙ্গে কথা বলেছেন এবং তাকে বলেছেন যে তার হাতে সেরা প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় আছে, যাতে সে দলে থাকতে পারে এবং বিশ্বকাপে দলকে সাহায্য করতে পারে। নেইমারের খেলার অবস্থান নিয়েও কথা বলেছেন আনচেলত্তি। তিনি মনে করেন, শারীরিক কারণে নেইমার এখন আর উইঙ্গার হিসেবে খেলার জন্য উপযুক্ত নন। তাকে একজন আক্রমণাত্মক মিডফিল্ডার বা স্ট্রাইকার হিসেবে খেলতে হবে এবং মাঠের কেন্দ্রে থাকতে হবে।

এদিকে, ব্রাজিল গত জুনে ২০২৬ বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করলেও বাছাইপর্বের শেষ ম্যাচে বলিভিয়ার কাছে ১-০ গোলে হেরে পঞ্চম স্থানে থেকে তাদের মিশন শেষ করেছে। অন্যদিকে, আনচেলত্তি তার বর্তমান চুক্তির মেয়াদ এক বছর থাকলেও তিনি ২০৩০ সাল পর্যন্ত দায়িত্বে থাকতে প্রস্তুত বলে জানিয়েছেন।