সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১২:৪৩ পিএম
এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে সহজ জয় পেলেও টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের সামগ্রিক রান রেট নিয়ে একটি উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। গত এক দশকে অর্থাৎ ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে দ্রুত রান তোলার যে প্রতিযোগিতা চলছে, সেখানে শীর্ষ ১০ দলের মধ্যে বাংলাদেশ সবার পেছনে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান দশম।
পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ সালের ১লা জানুয়ারি থেকে এখন পর্যন্ত বাংলাদেশ দল ১৫৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। এই ম্যাচগুলোতে টাইগাররা ওভারপ্রতি মাত্র ৭.৫৭ হারে রান তুলেছে। বাংলাদেশের পরেই শ্রীলঙ্কার অবস্থান, যারা ১৪২ ম্যাচে ওভারপ্রতি ৭.৬৬ হারে রান করেছে। ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে, দেশের টি-টোয়েন্টিসুলভ পিচ না হওয়া কি এই নিম্ন রান রেটের কারণ?
শীর্ষ ১০ দলের মধ্যে আফগানিস্তানের অবস্থান অষ্টম, যারা ওভারপ্রতি ৭.৯৩ হারে রান করেছে। বাকি সাতটি দলই গত এক দশকে প্রতি ছয় বলে গড়ে ৮ রানের বেশি করেছে। এই তালিকায় ভারত শীর্ষে রয়েছে, যাদের ওভারপ্রতি রান প্রায় নয়ের কাছাকাছি (৮.৯১)। এই পরিসংখ্যানগুলো বাংলাদেশের টি-টোয়েন্টি ব্যাটিংয়ের দুর্বলতা স্পষ্ট করে তোলে, যা আসন্ন ম্যাচগুলোতে টাইগারদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে।