সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১২:০৯ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ২১টি হলের মধ্যে ১৬টির ভোট গণনা শেষ হয়েছে। আশা করা হচ্ছে, দুপুর নাগাদ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই তথ্য জানা গেছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে। ওই দিন রাত সোয়া ১০টা থেকে ভোট গণনা শুরু হয়, যা এখনো চলমান রয়েছে। এবারের নির্বাচনে প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে।
জাকসুর মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন। কেন্দ্রীয় সংসদে মোট ২৫টি পদের জন্য ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ভিপি পদে ৯ জন এবং জিএস পদে ৮ জন প্রার্থী ছিলেন। ছাত্রীদের ১০টি আবাসিক হলের ১৫০টি পদের মধ্যে ৫৯টিতে কোনো প্রার্থী ছিলেন না এবং ৬৭টি পদে একজন করে প্রার্থী ছিলেন। সে হিসাবে মাত্র ২৪টি পদে ভোট নেওয়া হয়েছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের মধ্যে দুটি হলে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।