সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০১:২৪ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান জানিয়েছেন, আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা নাগাদ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই নতুন সময়সীমা জানান। এর আগে বিভিন্ন সময়ে ফলাফল ঘোষণার কথা বলা হলেও তা সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে। ওই দিন রাত সোয়া ১০টায় ভোট গণনা শুরু হয়, যা টানা তিন দিন ধরে চলছে। নির্বাচনকে ঘিরে নানা নাটকীয়তা তৈরি হয়। ছাত্রদলসহ চারটি প্যানেল নির্বাচন বর্জন করে। এছাড়া, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা এবং অনিয়মের অভিযোগ এনে একজন নির্বাচন কমিশনারসহ চারজন বিএনপিপন্থী শিক্ষক পদত্যাগ করেছেন। জাকসুতে মোট ভোটার সংখ্যা ছিল ১১ হাজার ৮৯৭ জন, যার মধ্যে প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে।