শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

জাতি হিসেবে আমরা সুবিধাবাদী ও স্বার্থপর: মন্তব্য নুরের

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১২:৫৪ পিএম

জাতি হিসেবে আমরা সুবিধাবাদী ও স্বার্থপর: মন্তব্য নুরের

ছবি - সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন যে জাতি হিসেবে আমরা সুবিধাবাদী ও স্বার্থপর। শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের একটি ভিডিও শেয়ার করে তিনি এই মন্তব্য করেন।

ভিডিওটিতে হাবিবকে ডাকসু নির্বাচনে নুরের দলের প্রার্থীর কম ভোট পাওয়া প্রসঙ্গে কথা বলতে দেখা যায়। ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা মাত্র ১৩৬ ভোট পাওয়ায় হাবিব বলেন, “যে ছেলে আমরণ অনশন করেছিল ডাকসু নির্বাচনের জন্য, যার কারণে আমরা ভোট দিতে গেলাম, তাকে কেন এত বড় অসম্মানিত করা হলো?” তিনি আরও বলেন, “যারা আন্দোলনে ছিল, যারা ফ্যাসিস্টকে পতন ঘটিয়ে ভোটটা নিয়ে আসলো, সেই ছেলেকে কেন আপনারা অবহেলা করলেন? এই প্রশ্নটার উত্তর কি কেউ দিতে পারবে?”

হাবিবের এই ভিডিওটি শেয়ার করে নুর ক্যাপশনে লেখেন, “জাতি হিসেবে বরাবরই আমরা সুবিধাবাদী ও স্বার্থপর! যাদের জন্য আমরা অধিকার ফিরে পাই, মুক্ত হই তাদেরও ভুলে যাই!” নুরের এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই বিন ইয়ামিন মোল্লার কম ভোট পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন এবং মন্তব্য করেছেন যে, তার ত্যাগ অনুযায়ী তিনি মূল্যায়িত হননি। আবার কেউ কেউ মনে করেন, জুলাই মাসের অভ্যুত্থানে সবার ভূমিকা ছিল এবং কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই।