সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১১:২৮ এএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ১৫টি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন আশা করছে, আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার মধ্যে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা সম্ভব হবে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, “২১টি কেন্দ্রের মধ্যে ১৫টির ভোট গণনা শেষ হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন যাতে দ্রুততম সময়ে ফলাফল ঘোষণা করা যায়।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে। ওইদিন রাত সোয়া ১০টায় ভোট গণনা শুরু হলেও নানা জটিলতার কারণে টানা তিন দিন ধরে এটি চলমান রয়েছে। এই নির্বাচনকে ঘিরে নানা নাটকীয়তা তৈরি হয়েছে। এর আগে, ছাত্রদলসহ চারটি প্যানেল নির্বাচন বর্জন করে। এছাড়া, লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে একজন নির্বাচন কমিশনারসহ চারজন বিএনপিপন্থী শিক্ষক পদত্যাগ করেছেন।