সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১০:৩২ এএম
দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা তৃতীয় দিনের মতো চলছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ১২টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে, তবে বাকি ৯টি কেন্দ্রের ভোট গণনা এখনো চলমান। এর আগে ২১টি হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হলেও, কবে নাগাদ এটি শেষ হবে তা এখনো নিশ্চিত নয়।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান এবং নির্বাচন কমিশনের সদস্য সচিব এ কে এম রাশিদুল আলম এর আগে শুক্রবার রাতের মধ্যে ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণার কথা জানিয়েছিলেন। তবে তাদের সেই আশ্বাস পূরণ হয়নি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত জাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলে। ওই দিন রাত সোয়া ১০টা থেকে ভোট গণনা শুরু হয়, যা এখনো চলছে। জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭ জন, যার মধ্যে প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে। এই দীর্ঘ বিলম্ব শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও অসন্তোষ সৃষ্টি করেছে।