সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০১:৩৭ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের নবনির্বাচিত প্রতিনিধিরা আগামী রোববার বা সোমবার (১৪/১৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করতে পারেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রক্টর জানান, “রোববার অথবা সোমবার ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব নিতে পারেন। ইতোমধ্যে নির্বাচিতদের কাছে চিঠি পাঠানোসহ অন্যান্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আজকেই চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হতে পারে।” শপথের বিষয়ে তিনি বলেন, “আইনে সরাসরি শপথের কথা বলা না থাকলেও একটি রেওয়াজ আছে। উপাচার্য এবং ডাকসুর প্রতিনিধিরা সেই রেওয়াজগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন।”
উল্লেখ্য, ডাকসু নির্বাচনে ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে এসএম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দীন খান নির্বাচিত হয়েছেন। এই প্যানেলের বাইরে আরও পাঁচটি পদের মধ্যে চারটি পদে স্বতন্ত্র প্রার্থী এবং একটি পদে বামপন্থী প্যানেল প্রতিরোধ পর্ষদের প্রার্থী জয়ী হয়েছেন। জানা গেছে, প্রকাশিত ফলাফলের পর উপাচার্য নির্বাচিত প্রতিনিধিদের পরিচিতি সভার জন্য আমন্ত্রণ জানাবেন। এই সভার মধ্য দিয়েই ২০২৫ সালের ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের কার্যক্রম শুরু হবে।