শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

দীর্ঘ প্রতীক্ষার অবসান: জাকসুর ভোট গণনা শেষ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৩:০৮ পিএম

দীর্ঘ প্রতীক্ষার অবসান: জাকসুর ভোট গণনা শেষ

ছবি - সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ২১টি হলের ভোট গণনা শেষ হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে। ওইদিন রাত সোয়া ১০টায় ভোট গণনা শুরু হলেও তা টানা তিন দিন ধরে চলছিল। এবারের নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জনের মধ্যে প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে।

কেন্দ্রীয় সংসদে মোট ২৫টি পদের জন্য ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ভিপি পদে ৯ জন এবং জিএস পদে ৮ জন প্রার্থী ছিলেন। ছাত্রীদের ১০টি আবাসিক হলের ১৫০টি পদের মধ্যে ৫৯টিতে কোনো প্রার্থী ছিল না এবং ৬৭টি পদে একজন করে প্রার্থী থাকায় মাত্র ২৪টি পদে ভোট নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের মধ্যে দুটি হলে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ভোট গণনা শেষ হওয়ায় এখন সবার দৃষ্টি চূড়ান্ত ফলাফল ঘোষণার দিকে। আশা করা হচ্ছে, দ্রুতই বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।