সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৩:৫১ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন কমিশনের আরেক সদস্য ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা তার পদ থেকে পদত্যাগ করেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তিনি এই ঘোষণা দেন। ড. স্নিগ্ধা বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সমাজবিজ্ঞান ভবন কমিটির নৃবিজ্ঞান বিভাগের প্রতিনিধি ছিলেন। তার এই পদত্যাগ এমন এক সময়ে এলো, যখন শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে নির্বাচন কমিশনের আরেক সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তারও পদত্যাগ করেন।
এই পদত্যাগের ঘটনাগুলো জাকসু নির্বাচন নিয়ে চলমান বিতর্কের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এর আগে, ছাত্রদলসহ চারটি প্যানেল নির্বাচন বর্জন করে এবং বিএনপিপন্থী চার শিক্ষকও পদত্যাগ করেন।
এদিকে, এই সকল ঘটনার মধ্যেই দীর্ঘ তিন দিন পর জাকসু নির্বাচনের ২১টি হলের ভোট গণনা শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ শনিবার দুপুর সোয়া ২টার দিকে এই তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে এবং ওই দিন রাত সোয়া ১০টা থেকে ভোট গণনা শুরু হয়। এবারের নির্বাচনে মোট ভোটারের প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে।