সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১০:৪৬ এএম
রাজনৈতিক বিশ্লেষক এবং নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ উর রহমান নিজের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই আশঙ্কার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেছেন।
জাহেদ উর রহমান বলেন, “আমি আমার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে হুমকিবোধ করায় এই ভিডিওটা করছি। এই নিরাপত্তাহীনতা বোধ মূলত জামায়াত শিবিরের দিক থেকে।” তিনি বলেন, তিনি জানেন না তার সামনে কী আছে, তবে কিছু কথা বলা জরুরি মনে করছেন। তিনি আরও জানান, সম্প্রতি একটি টক শোতে জামায়াতের একজন প্রতিনিধি তাকে 'নাস্তিক' এবং 'ইসলাম বাতিল করতে ইচ্ছুক' বলে আখ্যা দিয়েছেন। তিনি এটিকে জামায়াতের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে দেখছেন, যা তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে।
জাহেদ উর রহমান বলেন, “বাংলাদেশে কাউকে ইসলামবিদ্বেষী বা নাস্তিক বলে ট্যাগ দেওয়া মানে হচ্ছে, তাকে মেরে ফেলা যায়, তাকে হত্যাযোগ্য করে তোলা যায়।” তিনি মনে করেন, এই চেষ্টা দীর্ঘদিন ধরে চলছে এবং সাম্প্রতিক এই ঘটনাটি তারই একটি অংশ।