সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৪:৫০ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির প্যানেল বিজয়ী হওয়ায় পটুয়াখালীর সমাজকর্মী নোমান মিঠু তার প্রতিশ্রুতি অনুযায়ী দুস্থ মানুষকে খাওয়ানোর কার্যক্রম শুরু করেছেন। তিনি ঘোষণা দিয়েছিলেন, শিবির প্যানেল বিজয়ী হলে এক হাজার দুস্থ মানুষকে একবেলা ভালো খাবার খাওয়াবেন। তার এই প্রতিশ্রুতি অনুযায়ী, শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজের পর পটুয়াখালীর শহীদ আলাউদ্দিন শিশু পার্ক মাঠে প্রথম ধাপে শতাধিক শিশুর মাঝে খাবার বিতরণ করা হয়। এই কার্যক্রম স্বেচ্ছাসেবী সংগঠন ‘পটুয়াখালীবাসী’র সহযোগিতায় সম্পন্ন হয়েছে।
নোমান মিঠু জানান, তিনি বিশ্বাস করেছিলেন শিবিরের শিক্ষার্থীরা মেধাবী এবং তারা নির্বাচনে জয়ী হবেন। তাই তিনি নিজ হাতে রান্না করে এবং তার সন্তানদের সহযোগিতায় খাবারের প্যাকেট তৈরি করেছেন।
প্রসঙ্গত, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ছাত্রশিবির চমক দেখিয়েছে। ২৮টি পদের মধ্যে ২৩টিতেই তাদের 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট' প্যানেলের সদস্যরা বিজয়ী হয়েছেন।