শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

শোকের আবহের মধ্যেই জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৫:৪০ পিএম

শোকের আবহের মধ্যেই জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে

ছবি - সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস (৩১) অসুস্থ হয়ে মারা গেছেন। তার আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শোকের মাঝেও নির্বাচনের কার্যক্রম অব্যাহত

শিক্ষিকার মৃত্যুর পরও নির্বাচন সংক্রান্ত কার্যক্রম থেমে নেই। ভোট গণনা ও ফলাফল প্রকাশের কাজ অব্যাহত রয়েছে। জান্নাতুল ফেরদৌস জাকসু নির্বাচনে প্রীতিলতা হলের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ সময় ধরে একটানা কাজ করার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ করা হয়েছে। তার মরদেহ দুপুরে চারুকলা বিভাগে নেওয়া হলে সহকর্মী ও শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েন। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা শোক প্রকাশের পাশাপাশি দাবি জানিয়েছেন, ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল হতে হবে। জাকসু নির্বাচনের কার্যনির্বাহী সদস্য প্রার্থী আনজুমান আরা বলেন, "আমরা গভীরভাবে শোকাহত। দীর্ঘ সময় বিশ্রাম ছাড়া দায়িত্ব পালন করা অত্যন্ত কঠিন।" তিনি আরও বলেন, এই অকালমৃত্যুর জন্য কাকে দায়ী করা উচিত তা নিয়ে প্রশ্ন উঠেছে। পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দীন রুনু এই মৃত্যুকে কমিশনের অদক্ষতা ও গাফিলতির দিকে ইঙ্গিত করে বলেন, "আমরা মর্মাহত।"

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানান, রাতের ক্লান্তি এবং পোলিং এজেন্টের অভাবে ভোট গণনার কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি। এই অবস্থায় জান্নাতুল ফেরদৌস তার সহকর্মীদের সঙ্গে কাজ করার জন্য বিশ্ববিদ্যালয়ে আসেন এবং অসুস্থ হয়ে পড়েন। তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের দায়িত্বশীলতা ও প্রস্তুতির ওপর প্রশ্ন তৈরি করেছে।