সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৫:৪৮ পিএম
ভারতের সাবেক পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী দলের উত্থান নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ভারত তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ হলেও, যদি কোনো শক্তি ভারতের মূল স্বার্থের বিরুদ্ধে কাজ করে, তবে সেদিকে সতর্ক দৃষ্টি রাখা অপরিহার্য।
বৃহস্পতিবার নয়াদিল্লিতে "Are We Prepared for the Bangladesh Elections?" শীর্ষক এক আলোচনা সভায় শ্রিংলা বলেন, "একটা চিতা তার দাগ বদলায় না, তেমনি জামায়াতও তার চরিত্র বদলাবে না।" তিনি আরও যোগ করেন, "এটা ঠিক যে, যেই ক্ষমতায় আসুক আমরা তার সঙ্গে কাজ করব। কিন্তু যদি সেই কেউ ভারতের স্বার্থবিরোধী কাজে লিপ্ত হয়, তাহলে আমাদের সজাগ থাকতে হবে।"
সাবেক এই কূটনীতিক বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন, তাই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তার গভীর ধারণা রয়েছে। তার এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা চলছে।