মোস্তাফিজুর রহমান,
সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৪:৫৪ পিএম
ছবি-দিনাজপুর টিভি
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে স্কুলপড়ুয়া কিশোর-কিশোরী ও অভিভাবকদের মাঝে সচেতনতা বাড়াতে একটি বিশেষ "সম্ভাবনার উৎসব" বা ক্যারিয়ার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ সেপ্টেম্বর বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং অ্যাকশন এইড বাংলাদেশের যৌথ উদ্যোগে এটি বাস্তবায়ন করে এসকেএস ফাউন্ডেশন। উৎসবে প্রায় ২৩০ জন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ইয়ান সুইলেস এবং ইউএনএফপিএ বাংলাদেশের চিফ ইলিজা আজরেইসহ দেশি-বিদেশি উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বে বক্তারা বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন এবং শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তোলার জন্য দীর্ঘমেয়াদি শিক্ষা ও সঠিক ক্যারিয়ার পরিকল্পনার গুরুত্ব নিয়ে কথা বলেন।
উৎসবে মোট দশটি বিষয়ভিত্তিক স্টল স্থাপন করা হয়েছিল। এসব স্টলে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সাংবাদিকতা, ক্রীড়া, ব্যবসা এবং ফ্রিল্যান্সিংয়ের মতো বিভিন্ন খাতের সফল নারী পেশাজীবীরা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। শিক্ষার্থীরা পেশা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা এবং দিকনির্দেশনা পেয়ে অনুপ্রাণিত হয়। বিশেষ করে মেয়েরা ডাক্তার ও শিক্ষকদের সঙ্গে কথা বলে নিজেদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে শুরু করে।
এছাড়াও, উৎসবে একটি "ড্রিম ওয়াল" তৈরি করা হয়, যেখানে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ স্বপ্ন লিখে প্রকাশ করে। কুইজ প্রতিযোগিতার মাধ্যমে কিশোর-কিশোরীরা জেন্ডার সমতা, যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং নারীর প্রতি সহিংসতা বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয়ে নতুন ধারণা লাভ করে। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।