সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৫:০৫ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনার কাজে অংশ নিতে এসে আকস্মিকভাবে মারা যাওয়া চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতাকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানালেন তার সহকর্মী, শিক্ষার্থী ও বন্ধুরা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে তার লাশবাহী গাড়িটি বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের সামনে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। শিক্ষক, শিক্ষার্থী ও বন্ধুরা প্রিয় মানুষটিকে শেষবারের মতো দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন। চারুকলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী উজ্জ্বল হোসেন রাজা বলেন, “জান্নাতুল ফেরদৌস শিক্ষক হিসেবে নিবেদিত প্রাণ ছিলেন। গতকালও তিনি আমাকে ফোন দিয়ে এক শিক্ষার্থীর জন্য টিউশনির ব্যবস্থা করে দিতে অনুরোধ করেছিলেন।”
সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে জান্নাতুল ফেরদৌস মৌমিতার এমন অকাল মৃত্যুতে শোকের আবহ তৈরি হয়েছে। শিক্ষার্থীরা জানান, তিনি কেবল একজন শিক্ষক ছিলেন না, বরং তাদের কাছে ছিলেন একজন বোনের মতো। চারুকলা বিভাগের সভাপতি শামীম রেজা জানান, ভোট গণনার জন্য তিনি তাকে ফোন দিয়ে ডেকে এনেছিলেন। সিনেট ভবনের ভোট গণনা কক্ষের দরজার সামনেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, “তার এই চলে যাওয়া আমাদের জন্য একটি বার্তা যে, সততা, স্বচ্ছতা এবং জবাবদিহির সাথে আমাদের জীবনযাপন করা উচিত।”
জানাজা শেষে শিক্ষিকাকে তার নিজ গ্রাম পাবনায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।