শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

৭.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১০:০৪ এএম

৭.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া

ছবি - সংগৃহীত

রাশিয়ার কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূলে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এই তথ্য নিশ্চিত করেছে। জিএফজেড জানিয়েছে যে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে।

তবে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই ভূমিকম্পের মাত্রা ৭.৪ এবং গভীরতা ৩৯.৫ কিলোমিটার (২৪.৫ মাইল) বলে জানিয়েছে। ভূমিকম্পের এই শক্তিশালী মাত্রার কারণে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র একটি সম্ভাব্য সুনামির হুমকি সম্পর্কে সতর্কবার্তা জারি করেছে।

এদিকে, জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে দেশটির আবহাওয়া দফতরের বরাত দিয়ে জানিয়েছে যে কামচাটকা উপদ্বীপের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত জাপানে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।