সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

মালয়েশিয়ায় খেলবে বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১০:৫৪ পিএম

মালয়েশিয়ায় খেলবে বাংলাদেশ

ছবি - সংগৃহীত

আগামী ২৮ নভেম্বর থেকে ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে শুরু হতে যাওয়া জুনিয়র হকি বিশ্বকাপের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল তাদের প্রস্তুতিতে পরিবর্তন এনেছে। শুরুতে পাকিস্তানে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা থাকলেও এখন মালয়েশিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান বলেন, "আমরা শুরুতে পাকিস্তান নিয়েই পরিকল্পনা করছিলাম। কিন্তু পাকিস্তান হকি ফেডারেশনের অন্য পরিকল্পনা থাকায় সেখানে যাওয়া হচ্ছে না।

এর পরিবর্তে এই মাসের শেষ সপ্তাহে মালয়েশিয়ার অনূর্ধ্ব-২১ দলের সঙ্গে অন্তত চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।" তিনি আরও জানান যে, পাকিস্তান ও মালয়েশিয়া বয়সভিত্তিক পর্যায়ে সমশক্তির দল হওয়ায় প্রস্তুতিতে কোনো সমস্যা হবে না।