সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১১:০৫ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলামকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করায় ক্ষমা চেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের কয়েকজন কর্মী। শনিবার (১৩ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করে তারা এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
এর আগে ডাকসু নির্বাচনের সময় আবিদুল ইসলামের বলা 'প্লিজ, কেউ কাউকে ছেড়ে যায়েন না' অংশটি নিয়ে বানানো একটি ব্যঙ্গাত্মক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে যে ইবি শাখা ছাত্রশিবিরের আটজন কর্মী এই ভিডিওটি তৈরি করেছেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের কর্মীরা বলেন, ভিডিওটি তারা বন্ধুদের মধ্যে মজার ছলে তৈরি করেছিলেন। তারা জানান, ভিডিওর ২৬ সেকেন্ডের একটি অংশে সাদিক কায়েম এবং আবিদুল ইসলাম দুজনকেই নিয়েই আলোচনা ছিল। কিন্তু ভিডিওর শেষ ১২ সেকেন্ড কেটে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হয়েছে, যা ভুল বোঝাবুঝির সৃষ্টি করেছে।
তারা আরও বলেন, "মজার ছলে করা আমাদের এই বিষয়টি এভাবে আমাদের জুলাই সহযোদ্ধাদের ব্যথিত করবে—তা আমরা ভাবতে পারিনি। এরপরও বিভ্রান্তির কারণে যেসব জুলাই যোদ্ধাদের আমরা ব্যথিত করেছি, তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি।"
এ বিষয়ে ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, "ওরা কিছু বন্ধুরা মিলে মজার ছলে ভিডিওটি করেছেন। পরে বুঝতে না পেরে ফেসবুকে দিয়েছেন। কিন্তু একটা মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইস্যু ক্রিয়েট করার জন্য আংশিক ভিডিও ছড়াচ্ছে।" তিনি আরও বলেন, তারা আবিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।