সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

এশিয়া কাপে ভারতের ঘূর্ণিতে দিশেহারা পাকিস্তান

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১০:৫২ পিএম

এশিয়া কাপে ভারতের ঘূর্ণিতে দিশেহারা পাকিস্তান

এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতীয় বোলারদের সামনে বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে তারা। ইনিংসের ১২.৫ ওভারে মাত্র ৬৪ রানেই হারায় অর্ধেকের বেশি উইকেট।

শুরুটা একেবারেই ভালো ছিল না পাকিস্তানের। ইনিংসের প্রথম ওভারেই শূন্য রানে হার্দিক পান্ডিয়ার শিকার হন সাইম আইয়ুব। এরপর মোহাম্মদ হারিস মাত্র ৩ রান করে জাসপ্রীত বুমরাহর বলে আউট হন। পাকিস্তানের ওপেনিং জুটি দ্রুত ভেঙে যাওয়ায় মিডল অর্ডারের ওপর চাপ বাড়ে।

ফখর জামান কিছুটা চেষ্টা করলেও কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলের ঘূর্ণিতে বেশিক্ষণ টিকতে পারেননি, ১৭ রান করে আউট হন। অধিনায়ক সালমান আগা ১২ বল খেলে করেন মাত্র ৩ রান। এমন পরিস্থিতিতে দলের হয়ে একাই লড়ছিলেন সাহিবজাদা ফারহান। তিনি ৪৩ বলে ৪০ রান করে কুলদীপ যাদবের শিকার হন। শেষ পর্যন্ত টেল-এন্ডারদের প্রচেষ্টায় পাকিস্তান ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রান করতে সক্ষম হয়, যেখানে শাহিন শাহ আফ্রিদি ১৬ বলে ৩৩ রানের এক কার্যকরী ইনিংস খেলেন।

ভারতীয় বোলারদের মধ্যে সফলতম ছিলেন কুলদীপ যাদব, যিনি ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। দুটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল (৪ ওভারে ১৮ রান) ও হার্দিক পান্ডিয়া, আর একটি উইকেট পান বুমরাহ। এই স্পিনারদের দাপটেই পাকিস্তান বড় স্কোর করতে ব্যর্থ হয়।