সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১১:১৪ এএম
মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে পেনাল্টি মিস করে সবাইকে অবাক করে দিয়েছেন লিওনেল মেসি। শার্লট এফসির বিপক্ষে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরেছে ইন্টার মিয়ামি, আর এই পরাজয়ের পেছনে মেসির পেনাল্টি মিসকে একটি বড় কারণ হিসেবে দেখছেন অনেকে।
ম্যাচের ৩২ মিনিটে মেসিকে ফাউল করার কারণে ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি। শট নিতে এগিয়ে যান ইন্টার মিয়ামি অধিনায়ক নিজেই। তবে প্রতিপক্ষ গোলরক্ষক ক্রিস্টিয়ান কালিনা মাঝখানে স্থির দাঁড়িয়ে থাকেন এবং সহজেই মেসির শট ধরে ফেলেন।
এর আগে ২০২২ বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন মেসি। তিন বছর পর আবারও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন তিনি। মজার বিষয় হলো, এর আগে মিয়ামির হয়ে নেওয়া তিনটি পেনাল্টিতেই তিনি সফল ছিলেন।
শার্লটের হয়ে তিনটি গোলই করেন ২১ বছর বয়সী ইসরায়েলি উইঙ্গার ইদান তোকলোমাতি। এটি তার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক।
এই হারের পর এমএলএস ইস্টার্ন কনফারেন্সে ৩০ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শার্লট এখন তৃতীয় অবস্থানে। ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফিলাডেলফিয়া। আর ৪৬ পয়েন্ট নিয়ে মায়ামি আপাতত আট নম্বরে রয়েছে। যদিও তারা ২৬টি ম্যাচ খেলেছে।