সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১২:২৯ এএম
দিনাজপুরে গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে স্পীড ব্রিডিং পদ্ধতির মাধ্যমে গমের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ বিষয়ক দিনব্যাপী একটি কর্মশালা সম্পন্ন হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সদর উপজেলার নশিপুরস্থ ইনস্টিটিউটে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনু-বিভাগের অতিরিক্ত সচিব মো. আবু জুবাইর হোসেন বাবলু। তার বক্তব্যে তিনি বলেন, "দিনাজপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের নতুন উদ্ভাবন করা স্পীড ব্রিডিং পদ্ধতির মাধ্যমে গমের চাষ দেশের কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে হবে।" তিনি আরও বলেন, এই নতুন পদ্ধতি ব্যবহার করে কৃষকেরা আগের চেয়ে অনেক বেশি ফলন পাবেন। তিনি সংশ্লিষ্ট সবাইকে কৃষকদের এই বিষয়ে উৎসাহিত করার আহ্বান জানান।
কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. সালাহ্উদ্দিন আহমেদ। বাংলাদেশে স্পীড ব্রিডিং পদ্ধতির মাধ্যমে দ্রুত গমের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ কর্মসূচির পরিচালক ড. আব্দুল হাকিম নতুন উদ্ভাবিত গমের সফলতার বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।
কর্মশালায় বিভিন্ন কৃষি ও গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারীসহ ৩০ জন কৃষক অংশ নেন। কর্মশালা শুরুর আগে অতিথিবৃন্দ প্রতিষ্ঠানের বীজ সংরক্ষণাগার ও বৈজ্ঞানিক বিভিন্ন যন্ত্রপাতি পরিদর্শন করেন।