রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

ঘোড়াঘাটে যুবদলের আলোচনা সভা: নির্বাচনে ঐক্যের আহ্বান

ফাহিম হোসেন রিজু

সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৬:৫২ পিএম

ঘোড়াঘাটে যুবদলের আলোচনা সভা: নির্বাচনে ঐক্যের আহ্বান

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 'আমাদের করণীয়' শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভার আয়োজন করে উপজেলা যুবদল।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদে এই সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহুরুল ইসলাম শান্ত এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোফাজ্জল হোসেন প্রধান।

আলোচনা সভায় বক্তারা জাতীয় সংসদ নির্বাচনে 'ধানের শীষের' বিজয় নিশ্চিত করতে উপজেলা যুবদলের সকল নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হাসমি, যুগ্ম আহ্বায়ক মো. শামীম খন্দকার, গোলাম রব্বানী, মো. মাসুদ চৌধূরী, উজ্জল মিয়া এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবায়ের হোসেন সাদ্দাম। সভায় উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।