ফাহিম হোসেন রিজু
সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৭:৩১ পিএম
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো সফলভাবে একটি অর্থোপেডিক অপারেশন সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে উপজেলা পর্যায়েও যে জটিল চিকিৎসা সম্ভব, তা প্রমাণিত হয়েছে। এতে রোগী ও তার স্বজনদের চিকিৎসা খরচ ও সময় বাঁচবে।
রবিবার সকাল ১০টায় এই অপারেশনটি পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলাইমান হোসেন মেহেদী। তার সঙ্গে ছিলেন অ্যানেস্থেসিওলজিস্ট ডা. আদনান আরাফাত এবং হাসপাতালের নার্সিং স্টাফরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অপারেশন থিয়েটার চালু হওয়ার পর এটাই প্রথম ‘ক্লোজড ইন্ট্রা-মেডুলারি নেলিং ইন টিবিয়া’ অপারেশন। এই ধরনের অপারেশনে বড় কোনো কাটা-ছেঁড়া বা রক্তপাত হয় না। রোগীর বড় ছেলে আজাহার আলী জানান, প্রায় সাড়ে তিন মাস আগে তার বাবার পা ভেঙে গিয়েছিল। এরপর তিনি বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। কিন্তু ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে স্বল্প খরচে এবং ভোগান্তি ছাড়াই অপারেশনটি সম্পন্ন হওয়ায় তারা সন্তুষ্ট।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলাইমান হোসেন মেহেদী বলেন, "উপজেলা পর্যায়ে অর্থোপেডিক সার্জারিকে জটিল ও ব্যয়বহুল মনে করা হয়। কিন্তু আমরা আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষিত জনবল দিয়ে প্রমাণ করেছি যে এখানেও জটিল অপারেশন সম্ভব।" তিনি আরও বলেন, চিকিৎসক ও অ্যানেস্থেসিওলজিস্টের ঘাটতির কারণে সব সময় এমন অপারেশন সম্ভব হয় না, তবে ভবিষ্যতে জনবল সংকট কাটিয়ে ওঠার পর নিয়মিতভাবে এই ধরনের অপারেশন করা যাবে।