সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৭:৫৭ পিএম
নেত্রকোনার ধনু নদে স্পিডবোট উল্টে নিখোঁজদের সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে তিনজনের লাশ উদ্ধারের পর এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে শনিবার দুপুরে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছিল।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৃতরা হলেন- আন্দাইর গ্রামের লায়লা আক্তার (৭), শিরিন আক্তার (১৮) এবং সামিয়া (১১)। এর আগে শনিবার দুপুরে উষা মনি (৪) নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছিল।
আন্ধাইর গ্রামের এক ছেলের বিয়ের বরযাত্রী নিয়ে যাওয়ার জন্য স্পিডবোটটি আনা হয়েছিল। নৌকাটিতে ১৫ জন স্বজন মিলে ঘুরতে বের হওয়ার পর পণ্যবাহী বাল্কহেডের ধাক্কা থেকে বাঁচতে গিয়ে একটি ডিঙি নৌকার সঙ্গে সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি উল্টে যায়। এসময় চারজন নিখোঁজ হন এবং বাকিদের আহত অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে পাঠানো হয়।