সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৭:২৫ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪৪ মিনিটে দেওয়া ওই পোস্টে তিনি অভিযোগ করেন, ডাকসু নির্বাচনের আগে থেকেই তার ফেসবুক আইডিতে পরিকল্পিত সাইবার হামলা চালানো হয়েছে। ভিপি হিসেবে নির্বাচিত হওয়ার পর এই হামলা আরও তীব্র হয়, যার ফলে তার আইডি একাধিকবার স্থগিত বা 'সাসপেন্ড' হয়ে যায়।
আবু সাদিক কায়েম তার পোস্টে লিখেছেন, "ব্যক্তিগত মতাদর্শের বাইরের কাউকে সাইবার আক্রমণ করা কোনো সুস্থ চর্চা হতে পারে না।" তিনি জানান, যারা এই সাইবার হামলার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ইতোমধ্যে আইন প্রয়োগকারী সংস্থার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন যে, কয়েকজন শুভাকাঙ্ক্ষীর সহায়তায় তার আইডি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। এজন্য তিনি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।