সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১০:৪৯ এএম
দেশের শিল্প মালিকদের একটি প্রতিনিধিদল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরাস্থ জামায়াতের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রতিনিধিদলে ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বিজিএমইএ এর সভাপতি মাহমুদ হাসান খান,
বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান। এছাড়াও আরও কয়েকজন শিল্প ও বাণিজ্য নেতা উপস্থিত ছিলেন।
জামায়াতের পক্ষ থেকে এসময় দলটির শিল্প-বাণিজ্য শাখার সভাপতি শহিদুল ইসলামসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে বাংলাদেশের শিল্প ও বাণিজ্যের সম্ভাবনা, নতুন বিনিয়োগের পরিবেশ এবং শ্রম আইন ২০২৫-এর মতো সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।
এ সময় শিল্প মালিকরা দেশের শিল্প-কারখানায় স্থিতিশীলতা বজায় রাখা এবং সার্বিক সহযোগিতার জন্য সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান। জবাবে আমীরে জামায়াত দেশের শিল্প রক্ষা ও অর্থনীতিকে সচল রাখতে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করেন।
ড. শফিকুর রহমান তার শারীরিক খোঁজখবর নিতে আসায় শিল্প মালিকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।