সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশকে অস্বীকার করা হবে: জামায়াত নেতা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১২:৩৭ পিএম

মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশকে অস্বীকার করা হবে: জামায়াত নেতা

ছবি - সংগৃহীত

বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হলে তা দেশকে অস্বীকার করার শামিল হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতাদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, "আমরা বাংলাদেশের আইনি প্রক্রিয়া ও সাংবিধানিক প্রসেস মেনেই রাজনীতি করে আসছি। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ আমাদের অর্জন, বারবার বলেছি। বাংলাদেশকে মেনে নিয়েই কিন্তু সবাই রাজনীতি করছে। আমরাও তা-ই। সুতরাং এখানে পেছনের কথা টানার কোনো সুযোগ নেই।"

তিনি আরও বলেন, "মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশকে তো অস্বীকার করা হয়ে যাবে।"

জামায়াতের এই নেতা আগামী নির্বাচন নিয়েও কথা বলেন। তিনি বলেন, "জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হলে সেই আলোকে নির্বাচন হলে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে।" তিনি জোর দিয়ে বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে এবং জুলাই সনদের আইনি ভিত্তি রচনা করে তার ভিত্তিতেই নির্বাচন হতে হবে।

হামিদুর রহমান আযাদ বলেন, যদি জুলাই সনদের আইনি ভিত্তি না থাকে, তাহলে এটি রাষ্ট্রীয় দলিল হিসেবে স্বীকৃতি পাবে না এবং পরবর্তীতে তা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তিনি প্রস্তাব করেন যে সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুসারে একটি শক্তিশালী সাংবিধানিক আদেশ তৈরি করা হলে এবং সেটিকে গণভোটে দেওয়া হলে এর গ্রহণযোগ্যতা আরও বেড়ে যাবে।