সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০২:২৬ পিএম
রাজধানীর রমনা থানায় দায়ের করা একটি নাশকতার মামলা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ ২৯ জন নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এই আদেশ দেন। এ সময় বরকত উল্লাহ বুলু সশরীরে আদালতে উপস্থিত ছিলেন। আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ ও জাকির হোসেন জুয়েল অব্যাহতি চেয়ে আদালতে শুনানি করেন।
আইনজীবী জাকির হোসেন জুয়েল বলেন, রাষ্ট্রপক্ষ মামলাটি প্রত্যাহারের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে সব আসামিকে অব্যাহতি দেন।
এ মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিদের মধ্যে ছিলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, বিএনপি নেতা মীর সরাফত আলী সপু এবং ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।
উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ২০১৩ সালের ২ মার্চ রাজধানীর রমনা থানাধীন শান্তিনগর এলাকায় বিক্ষোভ মিছিল থেকে এই মামলাটি দায়ের করা হয়েছিল।