মুহাম্মদ ফয়সাল উজ্জামান
সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৪:৪০ পিএম
ছবি-দিনাজপুর টিভি
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বোয়ালমারী/আমতলী গ্রামে অবস্থিত হযরত আবু হুরায়রা (রা.) নূরানী ও হাফেজি মাদ্রাসায় আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হিফয সম্পন্ন করা, ছবক ইবতেদা এবং বার্ষিক পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা শাখার আমির মাওলানা ইকবাল হোসেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল্লাহ আল হুসাইন এবং বাংলাদেশ খেলাফত মজলিস তেঁতুলিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা সুলতান মাহমুদ।
অতিথিরা তাঁদের বক্তব্যে ইসলাম শিক্ষার গুরুত্ব, নূরানী ও হিফয শিক্ষার তাৎপর্য এবং আগামী প্রজন্মকে ইসলামী শিক্ষার আলোয় আলোকিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পরে তাঁরা নিজেদের হাতে কৃতকার্য শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাঁদের ভবিষ্যতের সাফল্যের জন্য শুভকামনা জানান।
অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সবশেষে মুসলিম উম্মাহর কল্যাণ, দেশের শান্তি-সমৃদ্ধি এবং মাদ্রাসার অগ্রগতির জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়ে এই মাদ্রাসাটি এলাকার ঘরে ঘরে ইসলামী শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে।